Advertisement

নারী সমাজের ভূমিকা

                                                            




নারী সমাজের ভূমিকা


আমাদের দেশে প্রায় অর্ধেক জনগোষ্ঠী নারী//তারা পুরুষের পাশাপাশি দেশ উন্নয়নে  কাজে নিয়োজিত রয়েছেন নারীরাও   দেশ গড়ার  কাজে অপরিসীম অবদান রেখে চলছে//জাতি গঠনে দেশের উন্নয়নের যুগে যুগে নারীরা রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকাআমাদের দেশে দীর্ঘকাল নারীশিক্ষা ছিল অবহেলিত 


এর জন্য আমাদের পুরুষতান্ত্রিক মানসিকতা যেমন দায়ী,তেমনি নারীর রকম দায়ী নয়  প্রথাগত পুরুষতান্ত্রিক সমাজের নারীরা ছিল চরমভাবে অবহেলিত নির্যাতিত নানা  সামাজিক ও ধর্মীয় নিষেধেরনিষেধের বেরাজালে নারীরা ছিল অনেকটা বন্দিনী অবরোধ বাসিনী


 নারীর অবারিত কর্মক্ষেত্রের প্রস্তুত ও নারীর ক্ষমতায়ন বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য খুবই দরকারকারণ দেশের অর্ধেক জনগোষ্ঠী হচ্ছে  এই অর্ধেক জনগোষ্ঠী  অর্থনৈতিক কর্মকাণ্ড সিদ্ধান্ত গ্রহণ ও উন্নয়ন পরিকল্পনা থেকে দূরে রেখে কখনো দেশের অগ্রগতি সম্ভব নয়শিক্ষার পাশাপাশি কর্মক্ষেত্রে  প্রবেশাধিকার নীতি এবং  রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকান্ডে নারীদের অধিকারের সম্পৃক্ত করতে হবে


এইসব ক্ষেত্রে নারীরা যত বেশি প্রবেশাধিকার পাবে তারা দেশের উন্নয়ন ও জাতিগঠনের বিশেষ অবদান রাখার সুযোগ পাবে বাংলাদেশে বর্তমানে পোশাক শিল্পের রপ্তানিতে স্বয়ংসম্পূর্ণ  


এক্ষেত্রে নারী শ্রমিকদের অংশগ্রহণ প্রায়  ৮০ শতাংশ সুতরাং দেখা যায় জাতীয় আয় এর প্রায় ৫০ ভাগেই  নারীদের হাতে অর্জিত হয় এটি সম্ভব হয়েছে পোশাকশিল্পে নারী শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ দেয়ার কারনেই