Advertisement

বিজয় উল্লাস ; ১৯৭১



বিজয় উল্লাস ; ১৯৭১ 
১৯৪৭ সাল থেকেই পাকিস্তানি শাসকগোষ্ঠী দ্বারা পূর্ব পাকিস্তানের ( বর্তমান বাংলাদেশ)  জনগণ সর্বপ্রকার অত্যাচার,শোষণ, বৈষম্য ও নিপীড়নের শিকার হয়েছে৷ ১৯৭১ সালে ৭ই মার্চ বাংলাদেশর স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দেন এবং ২৬ শে মার্চ আনুষ্ঠানিক ভাবে স্বাধীনতার ঘোষণা প্রদান করেন৷ ৯ মাসের মুক্তিযুদ্ধে অংশ  নেয়া নারী - পুরুষ, হিন্দু - মুসলিম, বৌদ্ধ- খ্রিস্ঠান, শিশু - কিশোরসহ সর্বস্তরের জনগণ৷ পাকিস্তানি সেনাদের পাশবিক নির্যাতনের শিকার ২ লাখের অধিক মা- বোনের ত্যাগ এবং  ৩০ লক্ষ বাঙালির  প্রাণের বিনিময়ে  সশস্ত্র  সংগ্রামের মাধ্যমে ১৯৭১ সালে ১৬ই ডিসেম্বর  মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনীর যৌথ  কমান্ডের কাছে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মাসমর্পণের মধ্য  দিয়ে মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করে বাংলাদেশ৷ বিশ্ব ইতিহাসে বাংলাদেশের  মুক্তি খুবই  তাৎপর্যপূর্ণ ঘটনা৷ বাংলাদেশ তৃতীয় বিশ্বের প্রথম দেশ, যে দে শ সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছে৷ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের আত্মত্যাগের বিনিময়ে  স্বাধীন হয়েছে আমাদের মাতৃভূমি বাংলাদেশ৷ বাংলাদেশ আমাদের মাতৃভূমি||