Advertisement

ভ্যাকসিন বা টিকা কি

 



                 ভ্যাকসিন বা টিকা কি?


রোগ নিরাময়ের চেয়ে রোগ প্রতিরোধ উত্তম। রোগ প্রতিরোধের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হচ্ছে ভ্যাকসিন বা প্রতিষেধক টিকা। কোন সুস্থ প্রাণীর রোগ হওয়ার পূর্বেই একটি নির্দিষ্ট রোগের টিকা প্রদানের মাধ্যমে উক্ত রোগ হতে মুক্ত রাখার পদ্ধতিকে ভ্যাকসিন বলে।এই রোগ প্রতিরোধ ক্ষমতা একটি নির্দিষ্ট সময়ের জন্য গড়ে ওঠে, আবার কখনো কয়েক সপ্তা হতে পারে।


#করোনার ভ্যাকসিন বিশ্বের প্রায় সকল দেশে শুরু হয়েছে।


#টিকা পেতে নিবন্ধন করতে হবে অ্যাপে।


টিকাদানের সার্বিক কার্যক্রম সম্পন্ন হবে "সুরক্ষা, নামে একটি অ্যাপের মাধ্যমে।তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এই অ্যাপটি তৈরি করেছে।পরীক্ষামূলক কার্যক্রম শেষে আজ এটি স্বাস্থ্ অধিদপ্তরের কাছে হস্তান্তর করার কথা রয়েছে। 


আগামী ২৭ জানুয়ারি থেকে এই অ্যাপের মাধ্যমে টিকাগ্রহীতাদের নিবন্ধন শুরু হবে। এই অ্যাপটি সবার জন্য উন্মুক্ত থাকবে, স্মার্ট মোবাইল ফোনে অ্যাপট ডাউনলোড করে প্রত্যেক ব্যক্তি নিজ থেকেই নিবন্ধন করতে পারবেন।


নিবন্ধনের জন্য ফোন নম্বর ও জাতীয় পরিচয় পত্রের নম্বর, নাম,জন্মতারি অন্য কোন শারীরিক জটিলতা আছে কিনা, পেশাগত পরিচয় ইত্যাদি বিস্তারিত তথ্য প্রদান করতে হবে। প্রত্যেক ব্যক্তি করোনাভাইরাসের দুই ডোজ করে টিকা পাবেন।


প্রথম ও দ্বিতীয় ডোজের   বিস্তারিত তথ্য অ্যাপের মাধ্যমে জানা যাবে। ভারত সহ অনেক দেশে টিকাদানের এ ধরনের অ্যাপ প্রযুক্তি ব্যবহার করেছে।কারা আগের টিকা পাবেন, সেই অগ্রাধিকারের তালিকাটির প্রতিষ্ঠান ও সংগঠন থেকেও সংগ্রহ করা যাবে।