Advertisement

পরিবেশ দূষণ

                                                 


        

                                                                   পরিবেশ  দূষণ  এর চিত্র


👉 পরিবেশে দূষণ সারা বিশ্বের জন্য এক মহাবিপর্যয় বলে বিবেচিত হচ্ছে৷ পরিবেশ দূষণের কারণে আজ সমগ্র প্রাণীকূলের অস্তিত্ব রীতিমতো হুমকির মুখে পড়েছে৷ পরিবেশ বলতে আমরা বুঝি প্রকূতির এমন অবস্থানকে, যা জীবনধারণের জন্যে অনুকূল বলে বিবেচিত৷ আর 'পরিবেশ দূষণ ' বলতে বুঝায় পরিবেশের অপরিহার্য উপাদানসমূহের ভারসাম্যহীনতাকে৷ মানুষ অবিমৃষ্যকারিতার মাধ্যমে  এ পরিবেশকে ধ্বংস করেছে এবং ডেকে এনেছে নিজেদের জন্য বিপর্যয়৷ তারা সবুজ  প্রকূতিকে  ধ্বংস  করে  গড়ে তুলছে নগর সভ্যতা অপরিকল্পিত ভাবে গড়ে তুলছে  শিল্প - কারখানা৷ শিল্প স্থাপনা, যান্ত্রিক  যান ও অন্যান্য  যন্ত্র  চালাতে পোড়াচ্ছে প্রচুর খনিজ তেল৷ চারদিকে  নির্গত হচ্ছে  প্রচুর ধোঁয়া ও বিষাক্ত  গ্যাস৷


👉  শিল্প - কারখানা থেকে  প্রতিদিন প্রকূতিতে  আসছে  প্রচুর বিষাক্ত  বর্জ্য৷ জনসংখ্যার আধিক্যের  কারণে  মানুষের মলমূত্র এবং বিপুল  পরিমাণ  ময়লা - বর্জ্য৷ যএতএ ফেলা হয়৷ অস্ত্র  উৎপাদন ও বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা র জন্য  ব্যবহৃত হচ্ছে  পরমাণু শক্তি ৷ এতে সৃষ্টি  হচ্ছে  তেজস্ঞিয়তা৷ বিভিন্ন গৃহস্থালি সামগ্রী  এবং প্রসাধনীতে ব্যবহৃত হচ্ছে বিষাক্ত সিএফসি গ্যাস৷ এর ফলে ওজোন স্তরের ক্ষয় সৃষ্টি হয়েছে৷ গ্রিন হাউস পতিক্রিয়া সব মিলিয়ে পরিবেশের ভারসাম্যহীনতা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে ৷ নানা রকম দুরারোগ্য  ব্যাধিতে আক্রান্ত হচ্ছে  মানুষ৷


👉  পরিবেশের বন্ধু অসংখ্য প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে৷ গ্রিন হাউস প্রতিক্রিয়ায় পৃথিবীর অনেক সমতল  ভূমি চিরতরে সমুদ্র গর্ভে হারিয়ে যাওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে৷ পরিবেশের  এ ভয়ঙ্কর অবস্থা থেকে বিশ্ববাসীরমকে রক্ষার জন্য আজ বিশ্বব্যাপী সমন্বিত  কর্মসূচি গ্রহণ জরুরি হয়ে  পড়েছে৷৷