Advertisement

দুর্নীতি

 


                                                                 দুর্নীতি  এর চিত্র,


👉 পৃথীবীর সব দেশেই কোনো না কোনো ধরনের  দুর্নীতি রয়েছে ৷ পৃথিবী থেকে দুর্নীতি কমানোর জন্য সবাই নানাভাবে চেষ্টা করে যাচ্ছে এবং তথ্যপ্রযুক্তি দুর্নীতির বিরুদ্ধে প্রথমবার একটা শক্তিশালী অস্ত্র হিসাবে পরিচিত হয়েছে৷ দুর্নীতি করা হয় গোপনে৷  কারণ কোনো সমাজই দুর্নীতিকে প্রশ্রয় দেয় না৷  তথ্যপ্রযুক্তি প্রথমবার সকল তথ্য সবার সামনে উপস্থিত  করতে পেরেছে৷  কাজেই কোথাও  কোনো দুর্নীতি করা হলে সেটি সবার সমনে প্রকাশ পেয়ে যাচ্ছে একটি প্রতিস্ঠানকে দক্ষভাবে চালাতে হলে পুরানো কালের কাগজপএে হিসাব রেখে চালানো সম্ভব নয়৷ তথ্যকে সংরক্ষণ  আর প্রক্রিয়া করার জন্য পুরো পদ্ধতিটাকে তথ্যপ্রযুক্তির আওতায় আনতে হবে৷


👉  মজার ব্যাপার হচ্ছে প্রতিষ্ঠানের পরিচালনার জন্য তথ্যপ্রযুক্তিকে ব্যাবহার করা হলেও সেটি একই সাথে দুর্নীতি নিরসনের কাজটিও করে ফেলেছে৷ সম্পৃর্ণ অন্যভাবে দুর্নীতিকে প্রকাশ করে দিচ্ছে ৷  তার কারণ দুর্নীতি করে আর্থিক লেনদেন করা হলে সেটি তথ্যভান্ডারে চলে আসছে এবং স্বচ্ছতার কারণে সেটি অন্যদের চোখের সামনে চলে আসছে৷ সে কারণে দুর্নীতিপরায়ণ মানুষ কিংবা প্রতিষ্ঠান অনেক সময়েই তথ্যপ্রযুক্তি ব্যবহার করতে চায়না৷ কারণ সে সমস্ত কাজে অনেক টাকা ব্যয় করতে হয়,সেগুলো  কীভাবে করতে হয় প্রত্যেক দেশেই  তার সুনির্দিষ্ট  নিয়ম আছে ৷


👉  পৃথিবীর  প্রচলিত নিয়মানুযায়ী  এ কাজগুলো টেন্ডারের মাধ্যমে করা হয়  অর্থাৎ কাজের বর্ণনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং আগ্রহী প্রতিষ্ঠান কত টাকার বিনিময়ে  সেই কাজ করতে পারবে, সেটি লিখিতভাবে জানায় এবং কর্তৃপক্ষ সবচেয়ে  সাশ্রয়ী মূল্যে কাজটি করার জন্য কাউকে বেছে নেয়৷ একসময়   দুর্নীতিপরায়ন প্রতিষ্ঠান এ বিষয়গুলোতে  হস্তক্ষেপ করত৷ ভয়ভীতি দেখিয়ে  অন্যদের সুযোগ না দিয়ে জোর করে নিজেরাই কাজ করার চেষ্টা করত ৷


 👉 আজকাল ই-টেন্ডারিংয়ের মাধ্যমে  এগুলো করা হয় এবং কোনো মানুষের  সরাসরি মুখোমুখি  না হয়ে  শুধু তথ্যগুলো নেটওয়ার্কের মাধ্যমে সরবরাহ  করে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন  করা হয় বলে দুর্নীতি  করার সুযোগ অনেক কমে গিয়েছে৷ তাই বাংলাদেশ এখন দুর্নীতি মুক্ত দেশ গড়ে উঠেছে