Advertisement

সড়ক দুর্ঘটনা ;একটি আমাদের অভিশাপ,

   **  সড়ক দুর্ঘটনা ;একটি  অভিশাপ


## আমাদের  দেশে সড়ক দুর্ঘটনা একটি  অভিশাপের মতো৷ আমরা প্রতিনিয়ত দেখি খবরের কাগজে যখন আমরা  দুর্ঘটনার খবর পড়ি তখন মানুষ গুলকে চিনি না বলে  তাদের আপনজনের দুঃখটা  আমরা সব সময় বুঝতে পারিনা৷ শুধু  যে মনে দুঃখ  পায় তা নয়,  অনেক সময়  পরিবারের যে মানুষটি রোজগার করত হয়তো সেই মানুষটি সড়ক দুর্ঘটনায় মারা যায় বলে পুরো পরিবারটিই পথে বসে যায়৷  এবং দুর্ঘটনায় যারা আহত হয় তাদের চিকিৎসা করতে গিয়ে অনেক পরিবার সর্বস্বান্ত হয়ে যায়৷

 সড়ক দুর্ঘটনায় স্বজনহারা পরিবার গুলো এখনো দুঃসহ স্মৃতি বুকে নিয়ে বেঁচে আছে৷ তাই  আসুন আমরা সবাই সড়ক দুর্ঘটনা কমানোর জন্য আমাদের সবারেই একটি দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলো হলো৷ 


১ পথচারীদের দায়িত্ব হচ্ছেঃ রাস্তা পার হওয়ার সময় দুই পাশে দেখে রাস্তা পার হওয়া এবং সবসময় ওভারব্রিজ দিয়ে রাস্তা পার হওয়া৷৷


 ২ যাএীদের দায়িত্ব হচ্ছেঃ আমরা কেউ গাড়ির ছাদে ভ্রমণ করবোনা, এবং ড্রাইভার ঝুঁকিপূর্ণভাবে গাড়ি চালালে তাকে সর্তক করে দেওয়া৷৷


 ৩ ড্রাইভারদের দায়িত্ব হচ্ছেঃ সঠিক  ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালাবে না, ড্রাইভিংয়ের সম্ত নিয়ম মেনে গাড়ি চালাবেন৷ 


৪ গাড়ির মালিক দের দায়িত্ব হচ্ছেঃ যেসব গাড়ি চলাচলের উপযোগী নয়, সেগুলো গাড়ি পথে নমাবেন না৷


 ৫পুলিশ দের প্রতি দায়িত্ব হচ্ছেঃ সঠিক ভাবে আইন প্রয়োগ এবং ট্রাফিক আইন মেনে চালাবেন গাড়ি চালকদের৷ 


 ৬মিডিয়াদের দায়িত্ব হচ্ছেঃ গণসচেতনতা তৈরি করবেন, সঠিক নিউজ টি প্রচার করবেন৷


** তাই আসুন সড়ক দুর্ঘটনার অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের সবাইকে দেশের জন্য কাজ করে জেতে হবে৷ যেন আমাদের পরিচিত আর কাউকে সড়ক দুর্ঘটনায় প্রাণ যেতে না হয়৷ দর্ঘটনাবিহীন সুন্দর সময় পার হবে এমন প্রত্যাশা দেশবাসীর৷এবং যেন দেশের মানুষ শান্তি - সুখে  থাকে এমনটাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা সর্বস্তরের মানুষের৷৷৷৷