Advertisement

ফেসবুক কী

 


                   ফেসবুক এর প্রথম ধাপের চিত্র

আমরা যদি বলি তত্ত্ব প্রযুক্তির অন্যতম প্রধান মাধ্যম সেটিও ফেসবুক। ডিজিটাল সময়ের সবচেয়ে নির্ভর ও উপযোগী মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় ফেসবুকে কে। প্রায় পৃথিবীর সবদেশে ফেসবুক ব্যবহার হয়।


ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। 

তিনি ৪ ফেব্রুয়ারি ২০০৪ সালে এটি আবিষ্কার করেন। তার কয়েকজন বন্ধুর সহযোগিতায়।তিনি আসলেই ভাবতে পারেননি এতোটা জনপ্রিয় হয়ে উঠবে ফেসবুক। 


আসলে সময়ের ব্যবধানে এটি এখন সফল এবং সর্ব প্রয়োজনিয় মাধ্যম।বিশেষ করে তরুন প্রজন্মের কাছে।যাদের এটাই আজকের দিনের মূল বিষয়।এবং সবার কাছে প্রয়োজনীও একটি মাধ্যম।


ফেসবুক যেভাবে খুলবোঃ

প্রথমে Facebook App টি Play store থেকে Download করে নিবো।তারপর Create New Facebook Account এ ক্লিক করবো ওই খানে লেখা থাকবে What's Your Name?.


তারপরে   First Name

                Last Name

ওই জায়গা  নিজের নাম পূরণ করবো,মানে যে নামে Account টি খুলতে  চাই সেই নামটি  দিবো।তারপরে ফোন নম্বর বা  Gmail নম্বর চাইবে Gmail Account খোলা থাকলে Gmail দিবো নয়তো ফোন নম্বর টি দিবো।


কিছুক্ষন পরে Confirm Code টি চলে আসবে।এটি ৬ সংখার।Confirm Your Code. ওই জায়গায় Code এর সংখ্যা টা বসিয়ে দিবো।তারপর ফেসবুকে প্রবেশ করতে পারবো। ফেসবুকে ঢুকেই 5/10 জন বন্ধু কে Add পাঠাতে হবে।


তারপর আমাদের ফ্রেন্ড Request আসতে থাকবে।যাদের প্রয়োজনীয় মনে করবো তাদের  Add Confirm করবো।ভাল না লাগলে Delete Option আছে Delete করে দিবো।আমরা চাইলে আমাদের ফ্রেন্ডস লিষ্টটা Public বা Only me রাখতে পারি। 


আমরা যদি চাই নিজের ফোন নম্বরটিও বা Gmail টি Only me করে নিতে পারবো।তাহলে ফেসবুক আমাদের নম্বর থাকলেও অন্য কেউ দেখতে পারবেনা।চাইলো Public ও রাখতে পারি।


তারপরে ফেসবুকে ছবি ছাড়ার ক্ষেত্রে ওই খানেই Option আছে।Profile picture, cover photo cte. চাইলে বার বার ফটো চেইঞ্জ করতে পারবো।এটাতে কোনো সমস্যা নাই।কিন্তু নাম চেইঞ্জ এর বিষয়টি আলাদা।


কারন একবার নাম চেইঞ্জ করার পর ২ মাস অপেক্ষা করা লাগবে।

Current City 

Home Town 

এখানে আমরা কোথায় বাস করি বর্তমানে কোথায় সেটি সেট করবো।

তারপরে কোন স্কুল কলেজ থেকে পড়াশোনা করেছি বা করতেছি সেটিও দিতে পারবো।বা চাকরি বা ব্যবসা করি সেটিও ওখানে সেট করতে পারবো।


আমাদের ধর্ম, ভাষা, বিবাহিত অবিবাহিত সবকিছু এখানে দেওয়া যাবে।এভাবে আমরা আমাদের ফেসবুকে সবকিছু সেট করে নিতে পারবো যদি তা করতে চাই।আমাদের উপর নির্ভর আমরা Public করবো না Only me রাখবো এই Bio data গুলো।


ফেসবুক আইডি টি আমাদের নিজস্ব কারন আমরা নিজের ফোন নম্বর দিয়ে চালু করেছি।তবুও এখনে কিছু নিয়ম মানা জরুরি।এমন কি পোস্ট করা বা ছবি ছেড়ে দেয়া উচিৎ না সেটা দেখে সবাই বিব্রত হয়।


এটা বাঞ্ছনীয় বিষয়। শেয়ারিং এর ক্ষেত্রেও এটি প্রজেয্য।কোনো অশ্লীল ছবি বা কথা শেয়ার করা ঠিক নয়।কোনো ধর্মকে ছোট করে কোনো ধরনের পোস্টার ও শেয়ার করা ঠিক নয়।


মূলধারার বিষয় গুলো নিয়ে আমরা ফেসবুক ব্যবহার করবো,যেনো কারো সমস্যা না হয়।সবার সাথে ভালো ব্যবহার ভালো মন মানসিকতার সাথে কথা বলবো।এটা লক্ষ রাখতে হবে যেনো আমার জন্য অন্যদের সমস্যা না হয়।


সাধারণ নিয়ম গুলো অনুসরণ করে আমরা ফেসবুকে সময় কাটাতে পারি।এখানে গান,খবর,নাটক,সিনেমা,ওয়াজ দেখতে পারি।বন্ধুদের সাথে চ্যাটিং করে সময় কাটাতে পারি।


পরিবার আত্মীয় স্বজনের খবর রাখতে পারি।দেশ- বিদেশের খবর জানা অজানা সব বিষয় জানতে পারি ফেসবুকের মাধ্যমে।